• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: ১৯:১৪, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর ইন্তেকাল

ছবি: মরহুম মকবুল আহমেদ চৌধুরী

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা এবং মিডফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় মরহুমের জন্মস্থান লক্ষীপুর জেলার রামগঞ্জের রসূলপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন ঢাকার মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ মসজিদে বাদ এশা নামাজে জানাজা শেষে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2