• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

প্রকাশিত: ১৬:০১, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পের পর নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়া ভাংতি এলাকায় ভূমিকম্পের কিছুক্ষণ পর একটি তুলার গোডাউনে আগুন লাগে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জোন-২-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি।গোডাউনের মালিক জুলহাস মিয়া জানান, আগুনে ভেতরে থাকা বেশিরভাগ তুলা পুড়ে গেছে।

ক্ষতির পরিমাণ প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা হতে পারে। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2