বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিলের মা মারা গেছেন
বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিলের মা নাছিমা বেগম (৫২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিউন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা গেছেন তিনি। ক্যান্সারজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফেনীর সোনাগাজী উপজেলার মহদিয়া গ্রামে নিজ বাড়ির দরজায় (আল আমিন সোসাইটির সামনে) নাছিমা বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, কেফায়েত শাকিলের বাবা এনায়েত উল্যাহ চৌধুরী গত বছর ২৫ অক্টোবর ইন্তেকাল করেন। বাবা এনায়েত উল্যাহ চৌধুরী ও মা নাছিমা বেগমের ৩ ছেলে সন্তানের মধ্যে কেফায়েত শাকিল বড়।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাভিশন।
বিভি/টিটি




মন্তব্য করুন: