• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

বৈশাখের প্রথম বৃষ্টিতে স্বস্তি রাজধানীতে 

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বৈশাখের প্রথম বৃষ্টিতে স্বস্তি রাজধানীতে 

কয়েক দিনের তীব্র তাপদাহের পর রাজধানী ঢাকার আকাশ আঁধার করে বৈশাখের প্রথম বৃষ্টি স্বস্তি এনেছে রাজধানীবাসীর মনে। 

মঙ্গলবার ( ১৬ এপ্রিল) বিকাল তিনটার পরপরই প্রচণ্ড বাতাস শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঢাকার আশপাশের এলাকায়ও দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে। ঢাকার নদী বন্দর ও আশপাশের এলাকায় দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহীতেও দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় তীব্র গরম রয়ে গেছে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। সেখানে আরো কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2