• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশ

প্রকাশিত: ১১:১০, ৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
আবারও শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশ

ছবি: সংগৃহীত

আবারও শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশ। ৫ জেলায় বইছে শৈত্য প্রবাহ। এদিকে, দেশের আজ (৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় আবারও মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ-কর্ম।

এদিকে, তীব্র ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

আবারও শৈত্য প্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ।

ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল নাটোরবাসীও। দিনের বেলায় সূর্য্যের দেখা মিললেও হিমশিতল বাতাসে চরম দুর্ভোগে নিম্ন ও ছিন্নমূল মানুষ। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2