মাঘের শীতে উত্তরাঞ্চলে আবারও মৃদু শৈত্য প্রবাহ শুরু

ছবি: সংগৃহীত
মাঘের শীতে উত্তরাঞ্চলে আবারো মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া আর শ্বাসকষ্ট শিশু রোগীর সংখ্যা। আজ (২০ জানুয়ারি) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মাঘের হাড় কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। সব চেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজ-কর্ম। হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। প্রচণ্ড ঠাণ্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা।
সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ঠাকুগাঁওয়ে চতুর্থ দফায় ৫ম দিনের টানা শৈত প্রবাহে চরমে জনদূর্ভোগ।
কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় ঢাকা মাঠঘাট। গত দুইদিনে সূর্যের মুখ দেখেনি জেলাবাসী। তিনদিন ধরে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এরমধ্যে শিশুই বেশি। জেলায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিভি/এআই
মন্তব্য করুন: