• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মাঘের শীতের দাপটে কাহিল দিনমজুর ও ছিন্নমূল মানুষ 

প্রকাশিত: ১০:২৫, ২২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মাঘের শীতের দাপটে কাহিল দিনমজুর ও ছিন্নমূল মানুষ 

মাঘের শীত দাপট দেখাচ্ছে উত্তরে। জবুথবু জনজীবন। হাড় কাঁপানো শীতে কাহিল দিনমজুর ও ছিন্নমূল মানুষ।

রংপুরে বেড়েছে শীত। দু'দিন ধরে দেখা নেই সূর্যের। ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বীজতলা। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। মোটা কাপড়ের অভাবে খড়কুটোর আগুনে শীত নিবারণ করছেন অনেকেই। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেড় হচ্ছে না মানুষ।

হাড় কাঁপানো প্রচণ্ড শীতে জয়পুরহাটের জনজীবন স্থবির, দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনমজুর আর কৃষকরা মাঠে আলু, সরিষা, আখ জমিতে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে। ঠান্ডাজনিত কারণে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ও ক্লিনিকগুলোতে শিশু রোগীর ভিড় বাড়ছে। 

চুয়াডাঙ্গায়ও কমেছে তাপমাত্রা। মাঘের শীতে জবুথবু জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ-কর্ম। 

বিভি/টিটি

মন্তব্য করুন: