সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ৯ অঞ্চলে ঝড়সহ বজ্র-বৃষ্টির আশঙ্কা, সতর্ক সংকেত ১

রাজধানীসহ দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, দেশের ৮টি বিভাগের কয়েকটি জায়গায় আজ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এরইমধ্যে রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি নেমেছে। রাজধানী ঢাকা ও এর আশপাশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বিভি/টিটি
মন্তব্য করুন: