• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই মাসে তিন থেকে পাঁচটি তাপপ্রবাহের আভাস

প্রকাশিত: ১৮:৫৫, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাই মাসে তিন থেকে পাঁচটি তাপপ্রবাহের আভাস

ছবি: সংগৃহীত

চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতার।

বুধবার (০২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নেই বন্যার কোনো আশঙ্কা।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ১০ থেকে ১২ দিন বিজলিসহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2