সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ২ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দুই বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা করছে সংস্থাটি।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম মধ্য প্রদেশ ও এর কাছাকাছি দক্ষিণপশ্চিম উত্তর প্রদেশে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে সংস্থাটি বলছে, শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহজুড়ে সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও বিভিন্ন স্থানে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেইসঙ্গে আগামীকাল শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টাঙ্গাইলে।
বিভি/টিটি
মন্তব্য করুন: