• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ঢাকায় শীত পড়বে কবে, জানালো আবহাওয়া অধিদফতর  

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় শীত পড়বে কবে, জানালো আবহাওয়া অধিদফতর  

ফাইল ছবি

এ বছর কবে থেকে ঢাকায় শীত শুরু হবে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত বছর নভেম্বরে সারাদেশে হাড় কাঁপানো শীত পড়েছিলো। তবে ঢাকায় সেরকম কিছু লক্ষ্য করা যায়নি। এবারেও নভেম্বরে ঢাকায় শীতের প্রভাব দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। তিনি জানান, চলতি বছর ঢাকায় শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

তিনি বলেন, উত্তরাঞ্চলে শীত শুরু হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলায়। পরে ক্রমান্বয়ে সারাদেশে পুরোদমে শীত শুরু হবে। আর ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত শুরু হবে। 

এ দিকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশা এবং হালকা শিশির পড়া স্বাভাবিক ব্যাপার হয়ে উঠবে। 

 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2