আবহাওয়া নিয়ে সতর্কবার্তা, লঘুচাপ নিম্নচাপে পরিণত
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় (অক্ষাংশ ৫.৫ উঃ এবং দ্রাঘিমাংশ ৯৯.৬ পৃঃ) লঘুচাপটি অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, দক্ষিণপশ্চিম বঙোগাপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলের কাছে আরো একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
আবহাওয়ার সতর্কবার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: