• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একদিকে ঝড়বৃষ্টি অন্যদিকে তাপপ্রবাহ চলবে

প্রকাশিত: ১২:২৬, ১৬ এপ্রিল ২০২২

আপডেট: ১২:২৭, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
একদিকে ঝড়বৃষ্টি  অন্যদিকে তাপপ্রবাহ চলবে

প্রতীকী ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনাজপুর, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে।

একই সময়ে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃ্ষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৬ এপ্রিল) সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।  

পূর্বাভাসে আরও জানানো হয়,  দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৩ দিনে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয় পূর্বাভাসে।

শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন শুধু কক্সাবাজারের কুতুবদিয়ায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। 

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা  ৬টা ২০ মিনিট ও আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে হবে বলেও জানানো হয় আবহাওয়ার বুলেটিনে।

বিভি/কেএস

মন্তব্য করুন: