• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৫ দিন ধরে চলবে ভারী বর্ষণ

প্রকাশিত: ২০:১০, ২৭ আগস্ট ২০২২

আপডেট: ২০:১৯, ২৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
৫ দিন ধরে চলবে ভারী বর্ষণ

প্রতীকী ছবি

রবিবার সন্ধ্যা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন:  ৪১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবার

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে। 

এই সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী ২ দিন বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকবে এবং ৫ দিনের মধ্যে বৃষ্টি আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াম এবং রাঙ্গামাটিতে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রংপুরে ৫৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

আরও পড়ুন:  ‘যে যেমন তার জীবনসঙ্গী হবে তেমন’ এটি কুরআনের কোথাও নেই

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2