• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে টর্নেডোর শঙ্কা, যা জানালেন আবহাওয়াবিদরা (ভিডিও)

প্রকাশিত: ১৮:১৫, ২৯ মার্চ ২০২৩

আপডেট: ১৮:৫৬, ২৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ

আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে শুক্রবার (৩১ মার্চ) কোথাও কোথাও টর্নেডো আঘাত হানতে পারে বলেও জানান তিনি।

বুধবার (২৯ মার্চ) সকালে বাংলাভিশনকে একথা জানান কানাডার সাসকচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল। এর আগে গতকাল নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এই সতর্কবার্তা দেন। তিনি লিখেন, আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ ) পুরো বাংলাদেশের উপর দিয়ে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি, ও বজ্রপাতের অতিক্রম করার আশঙ্কা ১০০ শতাংশ।

ফলে এই দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশংকা করা হচ্ছে। যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর আশঙ্কা রয়েছে এই দিনে।

এই ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জ।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি, ও বজ্রপাতের অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ১ এপ্রিলে সবচেয়ে বেশি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2