• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের ইতিহাসে ৪৫ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল যেদিন

প্রকাশিত: ২১:২৯, ১৪ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশের ইতিহাসে ৪৫ ডিগ্রি তাপমাত্রা উঠেছিল যেদিন

চৈত্রের খরতাপের মধ্যেই এসেছে বৈশাখ। বর্ষবরণের দিনেও দেশজুড়ে তীব্র তাপদাহ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আর বৈশাখের প্রথম দিনে তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে ঢাকা। শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। 

এখন কথা হলো- দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উঠেছিল? আর সেটা কবে?

দেশ স্বাধীনের পর রেকর্ডকৃত তাপমাত্রা থেকে জানা যায়, স্বাধীনতার পর দেশে এ যাবৎকালের রেকর্ড  ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১০ সালে রাজশাহীতে পারদ উঠেছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া ১৯৬০ সালের এপ্রিলে ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা ঢাকার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৬০ সালের পরে ঢাকায় এটা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের ২৪ এপ্রিলেও তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

আজ (১৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এটাও এক দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2