• NEWS PORTAL

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

প্রকাশিত: ১৭:২৮, ২৪ মে ২০২৩

ফন্ট সাইজ
১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

প্রতীকী ছবি

আজ রাত ১টার মধ্যে দেশের ১১টি জেলার ওপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌসতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বুধবার (২৪ মে) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া নৌসতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতেও বলেছে আবহাওয়া অফিস।

বিভি/কেএস

মন্তব্য করুন: