• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সদস্য প্রার্থীর

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫২, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ সদস্য প্রার্থীর

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা ভোট কেন্দ্র দখলের আশঙ্কায় আইন-শৃঙ্খলা জোরদারের দাবিতে জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ৩নং ওয়ার্ডের সদস্য (পাংশা উপজেলা) প্রার্থী আবুল কাশেম সরোয়ার।

সোমবার (১০ অক্টোবর) সকালে তিনি এসব লিখিত অভিযোগ করেন।

আবুল কাশেম সরোয়ার বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোবিন্দ কুমার কুন্ড তার লোক দিয়ে আমার সমর্থিত ভোটারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। যেমন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বুড়ো সব মেম্বারদের (ভোটার) ডেকে নিয়ে বলেছেন সবার সামনে ভোট দিতে হবে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের বলেছেন আপনারা দাঁড়িয়ে থাকবেন। যাতে মেম্বাররা আপনাদের সামনে ভোট দেয়। এভাবে তারা প্রত্যেক ইউনিয়নে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয় সেজন্য জেলা নির্বাচন অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। তার ভোট কেন্দ্রটি অতি ঝুঁকিপূর্ণ দাবি করে নির্বাচন চলাকালে ও ভোট গণনাকালে আইন-শৃঙ্খলা আরও জোরদার করার দাবি করেন এ সদস্য প্রার্থী।

প্রসঙ্গত, আবুল কাশেম সরোয়ার ২০১৭ সাল থেকে ২১ সাল পর্যন্ত পাংশা উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2