১৯ মামলার আসামি চেতনানাশক স্প্রে চক্রের হোতাসহ গ্রেফতার ২
সাতক্ষীরার শ্যামনগর থেকে চেতনানাশক স্প্রে চক্রের আন্তবিভাগের হোতা আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবুসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে শ্যামনগর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এদের একজনের নামে ১৯টি এবং অন্য জনের নামে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগরের গৌরীপুর গ্রামের জাবেদ আলীর পুত্র আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) ও তার সহযোগী সাতক্ষীরা সদরের বাদঘাটা গ্রামের আবুল গাজীর পুত্র জাহাঙ্গীর হোসেন (২০)।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিব হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর রাত ১০টার দিকে আবাদচন্ডীপুর গ্রামের আশরাফুজ্জামান মন্টুর বাড়ির সদস্যরা খাওয়া দাওয়া শেষে বারান্দার গ্রীলে তালা লাগিয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের কাছে পানি খেতে চান। এ সময় গ্রীলের তালা খুলে দিয়ে পানি দেওয়ার সময় সুযোগ বুঝে তারা চেতননাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ঘরের মধ্যে থাকা নগদ ৩ লক্ষ ৯৬ হাজার টাকা ও ৫ লক্ষ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। একপর্যায়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া আবুল খায়ের বাবু’র নামে শ্যামনগর থানায় ৪টি, কালিগঞ্জ থানায় ৬টি, আশাশুনি থানায় ২টি, সাতক্ষীরা সদর থানায় ২টি, দেবহাটা থানায় ২টি, খুলনা বটিয়াঘাটা থানায় ১টি, বাগেরহাট সদর থানায় ১টি, মাগুরা শ্রীপুর থানায় ১টি, মাগুরা শালিখা থানায় একটিসহ সর্বমোট ১৯টি মামলা রয়েছে। এছাড়া শ্যামনগর থানায় ৩টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী রয়েছে।
এদিকে, ২নং আসামী জাহাঙ্গীরের নামে শ্যামনগর থানায় ৬টি মামলা রয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: