অনশনে বসা প্রেমিকাকেই বিয়ে করলেন সাবেক শিবির নেতা
ফেনীর সোনাগাজীতে দুই দিনের অবস্থান ও অনশন শেষে ময়মনসিংহের তরুণী তাসলিমা আক্তার তমা অবশেষে তার প্রেমিক, সাবেক শিবির নেতা জামাল উদ্দিনকে আদালতে বাধ্য করে কোর্ট ম্যারেজে বসিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মিনার হোসেন।
জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এই যুগল একসময় কক্সবাজারের হোটেলে গিয়েছিলেন। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে সাবেক শিবির নেতা জামাল তাসলিমাকে বিয়ের আশ্বাসে প্রলুব্ধ করেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন হয়। কিন্তু কক্সবাজার থেকে ফেরার পর জামাল হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন।
পরে জামাল একটি ম্যাসেজ পাঠিয়ে দাবি করেন তিনি ওমরা করতে সৌদিআরব গেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাকে ভুলে যেতে হবে। তাসলিমা অসহায় হয়ে অনশনে বসে ঘোষণা করেন, “আমাকে বিয়ে ছাড়া আমি বাড়ি থেকে যাব না।”
অভিযুক্ত যুবক জামাল ফেনীর মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের আলাম সওদাগরের পুরাতন বাড়ির আবুল কালামের ছেলে।
স্থানীয় গাজি হানিফ জানান, জামাল শিবির রাজনীতিতে সক্রিয় এবং তার পিতা স্থানীয় জামায়াত নেতা। শনিবার রাতে তাসলিমা স্থানীয়দের সহায়তায় জামালের বাড়িতে অবস্থান নেন।
পরে অভিযুক্ত যুবক পালিয়ে গেলে পুলিশ তাকে নিরাপদে রাখে। দুই দিনের অনশন চলাকালীন তাসলিমা অন্তরঙ্গ ছবি ও মেসেজের স্ক্রিনশট দেখিয়ে বিয়ের দাবিতে অনড় ছিলেন। জামালের পিতা আবুল কালাম বলেন, এখনকার ছেলে-মেয়েরা প্রেম করে বিয়ে করে। বনিবানা না হলে আমরা মুরব্বীরা যখন জানি ঠিক করেও দিই।
মঙ্গলকান্দি ইইনিয়নের সাবেক চেয়ারম্যান মিনার সহ এলাকার একাধিক সূত্র বিয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) সকালেই ফেনী আদালতে কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়। প্রেমিক বাধ্য, প্রেমিকা হাস্যোজ্জ্বল—এভাবেই দুই দিনের নাটকীয় অনশন ও আবেগের গল্প খুশি সমাপ্তি পায়।
বিভি/এজেড




মন্তব্য করুন: