কারাগারে ইনজেকশন পুশ করে বন্দিকে হত্যাচেষ্টা!

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রুপম কান্তি নাথ নামে এক বন্দিকে নির্যাতনের অভিযোগে জেল সুপার শফিকুল আলম খান, জেলারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়।
বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যাচেষ্টা এবং নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।
মামলায় আনা অভিযোগ পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
মামলায় সাতকানিয়ার মৌলভির দোকান এলাকার রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট রাজিব দাশ জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর জনৈক রতন ভট্টাচার্য্যের করা একটি প্রতারণা মামলায় গ্রেফতার হন রুপম কান্তি নাথ। গত ২৫ ফেব্রুয়ারি তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে নির্যাতনের ঘটনা তাদের বলেন। তাকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন পরিবারের কাছে।
এজাহারে অভিযোগ করা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রুপম কান্তি নাথের উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী। আদালত আবেদনটি মঞ্জুরও করেন। আসামিরা নিজেদের অপরাধ ঢাকতে রুপম কান্তি নাথকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, আদালত রুপম কান্তি নাথের স্ত্রীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন।