দুর্ঘটনার কবলে বিএনপির রোডমার্চের কর্মী ভর্তি গাড়ি
বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে বিএনপির রোডমার্চের গাড়ি দুর্ঘটনা। ছাত্রদলের নেতাদের বহন করছিলো মাইক্রোবাসটি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) উল্টো পথে আসা স্থানীয় মোটরসাইকেলের আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে গাড়ড়ির ভেতরে থাকা কারো বড় ধরনের ক্ষতি হয়নি।
একদফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রোডমার্চ করছে বিএনপির তিন সহযোগী সংগঠন। বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত চলবে এই রোডমার্চ। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দিনের মতো এক দফা দাবিতে বগুড়া থেকে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্দলীয় সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত রোডমার্চ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৬ সেপ্টেম্বর খুলনা রোডমার্চ কর্মসূচি মেহেরপুর থেকে শুরু হবে। এদিকে আগামীকাল আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।
বিভি/রিসি
মন্তব্য করুন: