লালবাগে মিষ্টান্ন ভাণ্ডারে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৯ ইউনিট

লালবাগে মিষ্টান্ন ভাণ্ডারে আগুন
রাজধানীর লাবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্যও পাওয়া যায়নি। সব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: