বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত, আহত ৪

প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে এনামুল খান (২৬) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের স্থানীয় আরএম হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হয় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল হাওলাদার(২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়।
নিহত এনামুল খান মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সালাম খানের ছেলে এবং রাকিবুল হাওলাদার মোডরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন এলাকার রুহুল আমিনের ছেলে।
আহতরা হলেন, মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), রমজান (৩০), তাজিম(২২) ও রহিম (২৪)। নিহত ও আতরার সবাই দুই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)মিঠুন খান বলেন, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/এমএমএইচ/এজেড
মন্তব্য করুন: