মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক মো. জাহিদ ইকবাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার সাবেক ওসি।
পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল তার বোন নার্গিস আক্তার ও পরিবারের সদস্যরা বান্দরবানের পর্যটন এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন। তাদের বহন করা কালো রঙের হায়েস গাড়িটি মিরসরাইয়ে আসলে অন্য একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা জাহিদ ইকবাল ও নার্গিস আক্তার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সীতাকুন্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত নার্গিস আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
রানীসংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, জাহিদ ইকবাল চলতি বছরের জানুয়ারি মাসে বদলি হয়ে দিনাজপুর রেঞ্জ এসবিতে যুক্ত হয়েছেন। শুনেছি সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ওসি শাহদাত হোসেন জানান, নিহতের লাশ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ২টি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: