• NEWS PORTAL

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

সিএনজিতে বাসের ধাক্কা, সাবেক সেনা কর্মকর্তাসহ ৩ যাত্রী নিহত

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সিএনজিতে বাসের ধাক্কা, সাবেক সেনা কর্মকর্তাসহ ৩ যাত্রী নিহত

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস। এতে সাবেক সেনা কর্মকর্তাসহ তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় নিহতরা হলেন, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), সিএনজি অটোরিক্সা চালক মনা মিয়া (৩০)। নিহতদের মৃতদেহ ফেনী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। 

মুহুরীগন্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন ।

নিহতের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।

সাদেক হোসেন আরো বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে চাপা দেয়।

ফেনী সদর হাসপাতালে চিকিৎসক  রুহুল মহসিন শুভ জানান,  হাসপাতাল আনা পরে মৃত্য ঘোষণা করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: