• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, শিশুসহ নিহত ৫

প্রকাশিত: ০৮:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, শিশুসহ নিহত ৫

গাজীপুরের কালিগঞ্জে ট্রাক-সিএনজি আটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া স্থানীয়রা আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: