• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাস্তায় পড়ে রইলো ঝুমুরের মরদেহ, যাওয়া হলো না কারখানায়

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১২:২৬, ২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রাস্তায় পড়ে রইলো ঝুমুরের মরদেহ, যাওয়া হলো না কারখানায়

বেরিয়েছিলেন নিজের কর্মস্থলে যাওয়ার জন্য। যাচ্ছিলেন ব্যাটারিচালিত রিকশাযোগে। কিন্তু কারখানায় যাওয়া হয়নি ঝুমুরের। দ্রুত গতির ট্রাক এসে চাপা দিয়েছে রিকশাকে। রাস্তায় পড়ে নিহত হয়েছেন মোছাম্মৎ ঝুমুর।

বুধবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন বিটেক মোড়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশায় থাকা ওই গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। 

নিহত মোছাম্মৎ ঝুমুর ভোলা জেলার মনপুরা এলাকার বাসুন্দা। তিনি গার্মেন্টসে চাকরির কারণে পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, সকালে ওই নারী ব্যাটারিচালিত রিকশায় করে যাওয়ার পথে বিটেক মোড়ে একটি  দ্রুতগামী ট্রাক রিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: