• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাস্তার পাশে থাকা সিলিন্ডারে ট্রাকের ধাক্কা, বিস্ফোরণে নিহত ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রাস্তার পাশে থাকা সিলিন্ডারে ট্রাকের ধাক্কা, বিস্ফোরণে নিহত ৪

ঢাকার কেরানীগঞ্জে রামেরাকান্দা বোর্ডিং মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, রোহিতপুরের রামের কান্দা বোর্ডিং মার্কেট এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনে গ্যাস সিলিন্ডার রেখে ওই দোকানের মালিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই দোকানের সামনের রাস্তা দিয়ে যাবার সময় একটি ট্রাক ওই গ্যাস সিলিন্ডারটিকে সজরে  ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটিতে আগুন ধরে যায়। এতে ওই বিরিয়ানি দোকানের  ৪ কর্মচারী ভিতর আটকে পড়ে আগুনে দগ্ধ হয়ে নিহত হয়। 

এই আগুনের শিখা পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়লে দোকান দুটিতেও আগুন ধরে যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া বিরিয়ানির ওই দোকানের ভিতর থেকে নিহত ৪ জনের লাশ উদ্ধার করে।

কেরানীগঞ্জ ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল জানান, খবর পেয়ে আমরা একটি বিরিয়ানরি দোকানের ভিতর থেকে ৪জনের লাশ উদ্ধার করেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

বিভি/এজেড

মন্তব্য করুন: