• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে আগুন

প্রকাশিত: ১২:৪৬, ১৩ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে আগুন

ছবি: ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতালের মেডিসিন বিভাগ

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সা‌র্ভি‌সের ৭টি ইউনিট। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের নতুন ভবনে এই ঘটনা ঘটে। 

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সার্কিট বোর্ডে শর্ট সার্কিট থেকে ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়ার তীব্রতা হাসপাতাল ভবনের পুরো ৫ তলা আচ্ছন্ন করে ফেলে। তাৎক্ষণিক সেখানে থাকা প্রায় ৫শ’ রোগীকে বাইরে বের করা হয়। পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়া বন্ধ হয়নি। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। 

ধোঁয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে থাকে। 

 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2