• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৮:১৯, ১৭ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডল (২০) নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। 

নিহত সুব্রত কুয়েট-এর আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ফুলবাড়ি গেটের মিজানের বাসায় ভাড়া থাকতেন। 

কুয়েট-এর জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, সুব্রত ক্যাম্পাসের বাইরে থাকতেন। কীভাবে মারা গেছে আমরা জানি না, তবে প্রাথমিকভাবে শুনেছি ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা নাকি, অন্য কিছু বলতে পারছি না। পরিবার থেকে মামলা না করলেও কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করবে। 

জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, ওই ছাত্র ট্রেনে কীভাবে কাটা পড়েছেন, জানি না। আমাদের একটি দল মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2