• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলো’র সাবেক কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১৬:৩২, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:৩৪, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলো’র সাবেক কর্মীর মৃত্যু

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এবার নিহত হলেন আহসান কবির খান নামের এক ব্যক্তি। তিনি দৈনিক প্রথম আলো’র সাবেক কর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনের সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আহসান কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, নিহত আহসান কবির দৈনিক প্রথম আলোতে সাত বছর আগে কর্মরত ছিলেন।

এর আগে বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এই নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: