• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক সোহাগ মোল্লা (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক সোহাগ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়।

মারাত্মক আহত হন ট্রাকচালক সোহাগ। তাকে গোপালগঞ্জ আড়াই শো বেড জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিভি/এমএস/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2