মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকার দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মার্চ) রাতে মাদরাসার বাথরুম থেকে সাবিব শাইয়ান নামে দশ বছর বয়সী ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি বাথরুমে গলায় দড়ি গিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।
পুলিশ বলছে শিক্ষার্থীর গলায় দাগের চিহ্ন আছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে থানা পুলিশ।
নিহত সাবিব শাইয়ান, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। সে মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: