• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নীলফামারীতে বস্তায় আদা চাষ, বাম্পার ফলনের সম্ভবনা

প্রকাশিত: ১১:০০, ৩১ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
নীলফামারীতে বস্তায় আদা চাষ, বাম্পার ফলনের সম্ভবনা

জমিতে নয়, এবার বস্তায় আদা চাষ করে লাভের আশা করছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জের কৃষকরা। বাড়ির পাশে পতিত জমি কিংবা অন্য ফসলের সাথে এভাবে আদা চাষে যেমন খরচ কম, তেমনি হবে বাড়তি আয়। কৃষি কর্মকর্তাও বস্তায় আদা চাষে কৃষকদের উৎসাহ যোগাচ্ছেন। 

গাছতলায়, বাড়ির আঙিনায়, অন্যান্য ফসলের সাথে সাথে ফসল হিসেবে বস্তায় চাষ করা যায় আদা। ইউটিউবে এমন ভিডিও দেখে বস্তায় আদা চাষে আগ্রহী হন কিশোরগঞ্জের জুলেখা আক্তার। তিনি স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বাড়ির পাশে করলা, বেগুন আর কাঁচা মরিচের সাথে শুরু করেন বস্তায় আদা চাষ। প্রথমে ছাই, জৈব সার ও বালু মিশিয়ে মাটি তৈরি করে পরীক্ষামূলকভাবে ১২ শ বস্তায় ভরে আদার চারা লাগান। 

এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে লিচু বাগানের পতিত জমিতে ৬ হাজার বস্তায় আদা চারা লাগিয়েছে উপজেলার রিয়া এগ্রো ফার্মেসি। 

নতুন এই পদ্ধতিতে আদা চাষ দেখে অবাক মাটিতে আদা চাষ করা আশপাশের কৃষকরা। ফলন ভালো হলে আগামীতে এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী তারা।

অনাবাদি জমিগুলো বস্তা পদ্ধতিতে আদা চাষের জন্য সেরা, জানালেন জেলার কৃষি কর্মকর্তা।  

নীলফামারীতে এবছর ১ হাজার ৪১ হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর বস্তায় আদা চাষ হয়েছে প্রায় ২১ হাজার।  
 

বিভি/রিসি

মন্তব্য করুন: