• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রচণ্ড তাপদাহের পর অবশেষে রাঙামাটিতে বৃষ্টি, ফল-ফসলে ক্ষতির আশঙ্কা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ১১ মে ২০২৫

আপডেট: ১৭:২১, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
প্রচণ্ড তাপদাহের পর অবশেষে রাঙামাটিতে বৃষ্টি, ফল-ফসলে ক্ষতির আশঙ্কা

অবশেষে বৃষ্টি নেমেছে রাঙামাটিতে।

রাঙামাটি জেলায় প্রচণ্ড তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি এসেছে। রবিবার দুপুর ২ টা ২৫ মিনিটের দিকে জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলায় বজ্রপাত, মুশলধারে শিলা বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া দেখা গেছে। এ বৃষ্টির পর কিছুটা প্রশান্তি অনুভব করেছেন স্থানীয়রা। তবে রাঙামাটি জেলার কৃষকদের ধারণা বৃষ্টির সাথে শিলাবৃষ্টি বা বজ্রপাতের কারণে মৌসুমী ফল বাগানের ব্যাপক ক্ষতি হবে। 

জেলার আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ছিল অনেক বেশি। সেই সাথে তাপদাহও ছিল কয়েকদিন।  দুপুর পর্যন্ত তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গতকাল সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এ তাপদাহের মাধ্যে বৃষ্টির আগমন স্থানীয় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে, রাঙামাটির ফল বাগান মালিকরা চিন্তিত রয়েছেন শিলা বৃষ্টির কারণে। আম, আনারস,কাঠাল, লিচু সহ বিভিন্ন ফলের ক্ষতি হতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2