পাটের সর্বনিম্ন মূল্য ৪ হাজার টাকা মণের দাবিতে মানববন্ধন
পাট চাষীদের বাঁচাতে পাটের সর্বনিম্ন মূল্য ৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষক সমিতি, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে পাটের মূল্য প্রতিমণ ৪ হাজার টাকা ধার্য ও সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নড়াইল জেলা শাখার সভাপতি মো. বিএম বরকতউল্লাহ, বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান কালু, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন প্রমুখ।
বক্তারা বলেন, পাটচাষীদের বাঁচাতে পাটের সর্বনিম্ন মূল্য প্রতিমণ ৪ হাজার টাকা করাসহ ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে কৃষকের ফসলের লাভজনক মূল্য দিতে হবে এবং পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসে অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে। এছাড়াও সারসহ কৃষি উপকরণের দাম কমানো, পল্লী রেশনিং ও শস্য বীমাচালু করার জন্য জোর দাবি জানানো হয় মানববন্ধনে। এ সময় বাংলাদেশ কৃষক সমিতি, নড়াইল জেলাশাখার নেতৃবৃন্দসহ পাটচাষীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: