• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাব-দাদারা চটের ব্যাগ নিয়ে বাজারে যাইত, আপনারাও যাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৭, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:০৭, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাব-দাদারা চটের ব্যাগ নিয়ে বাজারে যাইত, আপনারাও যাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, ‘পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাটজাতের ভেতরে থাকবে। এখন পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্লাস্টিকের বোতলের পানি বর্জন করবেন এবং পলিথিন বর্জন করবেন। আগে বাব, দাদারা সকালে চটের ব্যাগ নিয়ে বাজারে যাইত। ওইরকম ব্যাগ নিয়ে আপনারাও যাবেন আমাদের কৃষিও উন্নত হবে এবং পরিবেশবান্ধব জিনিস হবে।’

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া গ্রামে মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে ফারমারস মিনি কোল্ড স্টোরেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আজকের এই আয়োজন শুধু একটি প্রযুক্তি বিতরণ নয়, বরং কৃষিখাতে এক নতুন যুগের সূচনা। দীর্ঘদিন ধরে কৃষকরা মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন। ফারমারস মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে। টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি আমাদের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে।'

এর আগে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত ‘‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’’-এর আওতায় সারাদেশে ১০০টি ফারমারস মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, ডিএই সরেজমিন উইং-এর পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, ফারমারস মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক রেজাউল করিম মল্লিক, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপপরিচালক ড. রবীআহ নুর আহমেদ প্রমুখ।

উদ্বোধনের পরে প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে মিনি কোল্ড স্টোরেজের চাবি তুলে দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2