ঠাকুরগাঁওয়ের এখনও জনপ্রিয় ঐতিহ্যবাহী ধামের গানের পালা
ফাইল ছবি
আকাশ সংস্কৃতির এই সময় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ধামের গানের পালা এখনও জনপ্রিয়। প্রতি বছর লক্ষ্মীপূজা উপলক্ষে গ্রামে গ্রামে আয়োজন করা হয় এ পালা। গ্রামীণ প্রেক্ষাপটে রচিত ও পরিবেশিত ধামের গান উপভোগ করেন সব বয়সের মানুষ। নেচে-গেয়ে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে রাখছেন ধামের গানের শিল্পীরা।
প্রতিবছর লক্ষ্মীপূজা ও কালীপূজার সময় ঠাকুরগাঁওয়ে বসে এ আসর। নাওয়া-খাওয়া ভুলে এক কাতারে বসে ধামের গান উপভোগ করেন নারী-পুরুষ শিশু ও বৃদ্ধরা।
উচুঁ মাটির ঢিবিই এই ধামের গানের মঞ্চ। মঞ্চের মাঝখানে থাকে বাদক দল। আর বাদকদলের কাহিনীতে সরব অংশগ্রহনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা। নারী চরিত্রে অভিনয় করেন পুরুষরাই।
কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে ধামের গান। গ্রামে গ্রামে চাঁদা তুলে এ গানের আয়োজন করে স্থানীয় যুবকরা। আঞ্চলিক ভাষায় রচিত এই লোকনাট্যগুলো ঠাকুরগাঁওয়ের মানুষের হাসি-তামাশা আর সমস্যা-সম্ভাবনার বহিঃপ্রকাশ। অঞ্চলের ঐতিহ্য।
ঐতিহ্য রক্ষায় নানা উদ্যোগের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। ঐতিহ্যবাহী এই আয়োজন অব্যাহত রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান ধামের গানের শিল্পীরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: