• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গত কয়েক বছরের তুলনায় এবার বেশিই জমজমাট বইমেলা 

প্রকাশিত: ১০:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
গত কয়েক বছরের তুলনায় এবার বেশিই জমজমাট বইমেলা 

গত কয়েক বছরের তুলনায় অমর একুশের বইমেলা বেশি জমজমাট। স্বজন-পরিজন, বন্ধু-বান্ধবসহ অনেকে ছুটে আসছেন এই প্রাণের মেলায়। ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন পছন্দের বই। উপন্যাসে আগ্রহ থাকলেও কবিতার বইয়ে এবার আগ্রহ কম।  

এবারের মেলায় বই সাজানো হয়েছে ৬৩৫টি প্রতিষ্ঠানের ৯৩৭টি ইউনিটে। মধ্য ফেব্রুয়ারির পর থেকে জমে উঠেছে মেলা প্রঙ্গন।    

আরও পড়ুন: ফাল্গুন আর ভালোবাসায় বইমেলায় অনন্য রূপ

তবে, কালের আবহে সাহিত্য চর্চার শেকড় কবিতা পাঠের সেই আগ্রহ নেই তরুণদের। ঝোঁক বাড়ছে সায়েন্স ফিকশন, রোমান্টিক গল্প, উপন্যাস ও ভুতের গল্পে। আছে বড়লোক হওয়ার মন্ত্র বইয়ের দিকেও। 

লেখক- প্রকাশকরা জানান, এবার মেলা জমেছে। বাড়ছে পাঠকও। কবিতার বইয়ের প্রতি আগ্রহ কমায় আফসোস তাদের।

প্রযুক্তির প্রতি তারুণ্যের ঝোঁক থাকায় কবিতা পড়ায় আগ্রহ হারাচ্ছে বলে মত কবিদের। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2