• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী 

প্রকাশিত: ১৬:১২, ৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:৩৮, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী 

ছবি: বিজেআইএম

রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে চলছে ‘বাংলাদেশ পুনর্জন্ম: ৩৬ জুলাইয়ের পথে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া-বিজেআইএম’র আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ।

এসময়, মাহির সারওয়ার মেঘ বলেন, ‘আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই। শুধু সাংবাদিকতা করার কারণে আমি তাদেরকে হারিয়েছি। নতুন বাংলাদেশে আমি আমার মা-বাবা হত্যার বিচার চাই।’

বিজেআইএমের আহ্বায়ক স‍্যাম জাহান বলেন, ‘ন‍্যায়, নীতি, সত্য ও সাহসের পথে যতদিন সাংবাদিকতা থাকবে, সাংবাদিকরা থাকবেন; ততদিন আর কোনও দৈত‍্যদানো এই জাতির ঘাড়ের ওপর চড়ে বসতে পারবে না।’

গত জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতন ঘটে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এদিন, গণঅভ্যুত্থানের সময় মাঠে কর্মরত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদেশী দূতাবাসের কর্মকর্তা , সাংবাদিক, অ‍্যাক্টিভিস্ট, ও রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত ছিলেন। আলোকচিত্র প্রদর্শনীর সঞ্চালনায় ছিলেন মুক্তাদির রশীদ রোমিও এবং কিউরেশান করেছেন প্রখ্যাত আলোকচিত্রী এবং বিজেআইএম সদস্য কেএম আসাদ। এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামী ১২ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। ৬ এবং ১১ ডিসেম্বর অনিবার্য কারণবশত প্রদর্শনী বন্ধ থাকবে৷

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2