বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার পেলেন ১৬১ শিক্ষার্থী

বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির (৩৮ ব্যাচ) পুরস্কার বিজয়ী পাঠকদের হাতে পুরস্কার প্রদান ও ৩৯তম ব্যাচের ক্লাস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগরের সেরা ১৮টি কলেজ এবং কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচি মিলে মোট ১৬১ জন ছাত্রছাত্রীকে তাদের শিক্ষক, অভিভাবক ও ৩৯তম ব্যাচের নবীনদের উপস্থিতিতে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন, টেলিভিশন ব্যক্তিত্ব, বিতার্কিক ও লেখক ডা. আব্দুন নূর তুষার এবং বিশ্ব সাহিত্যকেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন,–বিশ্বসাহিত্য কেন্দ্রে তোমাদের জন্য আমরা এমন কিছু বই নির্বাচন করেছি যেগুলো পড়লে তোমাদের অন্তর ও চিন্তা বিকশিত হবে; বড় হবে। জীবনে ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। তোমরা ভালো মানুষ হয়ে নিজেদের চারপাশকে সুন্দর করে গড়ে তোলো এবং দেশের মানুষের উপকার করো।
ডা. আব্দুন নূর তুষার পুরস্কার বিজয়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষের মধ্যে পৃথিবীকে বদলে দেওয়ার সম্ভাবনা আছে। পৃথিবী বদলেছে যারা স্বপ্ন দেখেছে ও যারা নিজের স্বপ্নকে নির্মাণ করেছে তাদের হাত ধরে।
বিশ্বসাহিত্য কেন্দ্র পৃথিবীর সেরা বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে সৃষ্টিশীল ও সৃজনশীল বড় মানুষদের সাথে তাদের পরিচয় ঘটিয়ে দেয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন বক্তব্যের শুরুতেই কর্মসূচিতে অংশগ্রহণকারীসহ বিজয়ী ছাত্র-ছাত্রী এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি নতুনদের স্বাগত জানিয়ে সন্তানদের বইপড়ার মতো ভালো কাজে যুক্ত রাখার জন্য অভিভাবকদের ও ধন্যবাদ জানান।
এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা মহানগরের ১৮টি কলেজের (কেন্দ্রীয় কলেজ কর্মসূচিসহ) ১৬১ জনকে পুরস্কার প্রদান করার পাশাপাশি ৩৯তম ব্যাচের ৩০ জন নবীনকে বরণ করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: