• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কলকাতার বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ

প্রকাশিত: ২০:১২, ৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
কলকাতার বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ

ফাইল ছবি।

করোনাভাইরাসের সংক্রমণের এই বছর কলকাতার বইমেলা অনুষ্ঠিত হয়নি। মহামারীর প্রাদুর্ভাব কমে আসায় আবারও বইমেলার আয়োজন করতে যাচ্ছে রাজ্য সরকার। ইকোপার্কে বিজয়া সম্মিলনী ও দীপাবলির অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন।

২০২১ সালের বইমেলায় বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষকে ঘিরে ২০২২ সালের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশই থাকছে। ৪৬ বছরে পা দিতে যাওয়া বইমেলা শুরু হবে আগামী ১ জানুয়ারি, শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

বইমেলা উৎসর্গ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নামে। এই বারের বইমেলায়ও গতবারের মতো বাংলাদেশকে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন রেখেছে আয়োজকরা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও জানিয়েছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও শুরু হবে ৭ জানুয়ারি। শেষ হবে ১৪ জানুয়ারি।

বিভি/এসএস/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2