• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

হরিরামপুরে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময়

প্রকাশিত: ২১:০১, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ২১:১৭, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
হরিরামপুরে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে সম্প্রীতি সমাবেশ ও দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় হরিরামপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহরিয়ার রহমান।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্যের সভাপতিত্বে ও সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, ইসলামি ফাউন্ডেশন সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক সুকুমার দত্ত বিল্টু, পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত হরিপদ সূত্রধর, বীরমুক্তিযোদ্ধা বাবু শংকর কুমার ভৌমিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ ।

উল্লেখ্য, এ উপজেলায় ৬৬টি স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে পূজা উদযাপনন করা হবে বলে জানা যায়।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: