এক সময়কার ছিটমহল এখন উন্নয়নের আলোয় আলোকিত (ভিডিও)
উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে এক সময়কার ছিটমহলের জীবনধারা। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা সেবাসহ হাতের নাগালেই এখন সবকিছু। ভারতের সাথে সরকারের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে ৬৮ বছরের বঞ্চনা ভেঙে গর্বিত সেখানকার বাসিন্দারা।
এক দশকে পাল্টেছে নতুন বাংলাদেশের রূপ। চার দিক যেন অন্যরকম এক আবহ। চেনার উপায় নেই; ক’ বছর আগেও আবদ্ধ থাকা এই ভূখন্ড।
নদীর নামেই গড়ে ওঠা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাশিয়ারছড়া ছিটমহল। বিনিময়ের পর থেকে বাসিন্দারা উচ্ছসিত। যেন উন্নয়নের চাদরে মোড়া। ছিটমহল দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখনও অনেকেই আসেন।
বাসিন্দারা বলছেন, স্বাধীনতার স্বাদ এবং মানুষ হিসেবে পরিচয় দেয়ার অধিকার এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষজ্ঞরা বলছেন, ছিটমহলে মানুষের অবরুদ্ধ জীবনে মুক্তির আলো এনে দিয়েছে সরকার। এক সময় দেশহীন থাকা এখানকার বাসিন্দাদের জীবন মান উন্নয়নে সেবার দরজা খোলার কথাও জানান বিভাগীয় প্রশাসন।
উত্তরের লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে ৩১ জুলাই মধ্য রাতে একশ’ ১১ ছিটমহলবাসী বাংলাদেশি হিসেবে স্বীকৃতি পান।
বিভি/এজেড
মন্তব্য করুন: