• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

সিংগাইরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী মনোয়ার হোসেন (১৯) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার (১৯ নভেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত-মনোয়ার হোসেন ঐ এলাকার আব্দুল শহীদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন গত নয় মাস আগে প্রেম করে পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বালুখন্ড গ্রামের মৌসুমী আক্তারকে বিয়ে করে। তাদের সংসার ভালোই চলছিলো। এর মধ্যে গত ১৬ নভেম্বর স্ত্রী মৌসুমী বাবার বাড়ি থেকে কারও সাথে অজ্ঞাত স্থানে চলে যান। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। হঠাৎ রবিবার রাত ৭ টায় মানোয়ার তার বসতবাড়ির পূর্ব ভিটির চৌচালা টিনের ঘরের দক্ষিণ পার্শ্বের রুমের দরজা আটকাইয়া দেয়। পরে মেজ ভাইয়ের স্ত্রী ফারজানা খাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে ডাক-চিৎকার করে। ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও  পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এসে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। উপস্থিত লোকজন মানোয়ারকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মৃত অবস্থায় পায়।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মানোয়ার এর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2