• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাটুরিয়ায় ফেরি ডুবি: ৪র্থ দিনে উদ্ধারকাজে আছে হামজা-রোস্তম-প্রত্যয়

মানিকগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ২০ জানুয়ারি ২০২৪

আপডেট: ১২:২৯, ২০ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পাটুরিয়ায় ফেরি ডুবি: ৪র্থ দিনে উদ্ধারকাজে আছে হামজা-রোস্তম-প্রত্যয়

চতুর্থ দিনে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে কাজ শুরু করেছে হামজা, রোস্তম ও প্রত্যয়। ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ হুমায়ন কবিরের এখনও সন্ধান পাওয়া যায়নি। 

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে। তিনটি উদ্ধারকারী জাহাজ একসাথে মিলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
উদ্ধারকারী জাহাজ রোস্তম ও হামজা মিলে ডুবে যাওয়া ৯টি মালবাহী ট্রাকের মধ্যে ৩টি ট্রাক উদ্ধার করেছে।  

পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজা ও রোস্তমের। কারণ ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ টনের বেশি। 

বিআইডব্লিউটিএ-এর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহ জাহান জানান, উদ্ধারকারী জাহাজ হামজা ও রোস্তমের সক্ষমতা প্রতিটির ৬০ টন করে। 

নারায়ণগঞ্জ থেকে আসা প্রত্যয়ের সক্ষমতা ২৫০ টন। সেক্ষেত্রে তিন জাহাজ একত্রে চেষ্টা করলে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব। ডুবন্ত রজনীগন্ধা ফেরিটির যে পরিমাণ ওজন তা উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজা ও রোস্তমের সক্ষমতায় নেই। তবে তারা ঘটনাস্থলে ডুবে যাওয়া ট্রাক উদ্ধারের কাজ চালাচ্ছে। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আজ ঘাটে থাকা তিনটি উদ্ধারকারী জাহাজ মিলে উদ্ধার কার্যক্রম সকাল সাড়ে ৯টায় শুরু করেছে। আশা করছি উদ্ধার কার্যক্রমে ভালো অগ্রগতি আসবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2