‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশইনের চেষ্টা করছে’

বিজিবি’রর চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেছেন, ‘খাগড়াছড়ি ছাড়াও রাঙামাটির সাজেকের মিজোরাম সীমান্ত দিয়েও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশইনের চেষ্টা হয়েছে। বেশ কয়েকটি পরিবার মিজোরাম সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে। সব মিলে চট্টগ্রাম বিজিবি রিজিয়নের আওতায় প্রায় ৮০ জনকে ভাতীয় বিএসএফ পুশইন করছে। আমরা তাদের মানবিক সহযোগিতা করেছি।’ তিনি বলেন, ‘এখন আমরা যাচাই-বাছাই করছি, পুলিশের সহযোগিতায় পুশইন হওয়া নাগরিকরা কোন দেশে ছিল তা চিহিৃত করার চেষ্টা করেছি। তাদের নিরাপত্তা-খাদ্য সহযোগিতা করেছি। সব প্রশাসন বিজিবি-কে সহযোগিতা করেছে। সীমান্ত অঞ্চলে জোরদার করেছে।’
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম বাঘাইহাট এলাকায় দুই হাজার পাঁচ শ’ বিভিন্ন জাতিগোষ্ঠীর আড়াই হাজার পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ মে) সকালে বাঘাইহাটে বিজিবির ৫৪ ব্যাটালিয়নের সদরদপ্তর চত্বরে প্রশিক্ষণ টিলা মাঠে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ২০ কেজি করে চাল।
এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।
খাদ্যসামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই চাল আমাদের অনেক উপকারে আসবে। এমন সহায়তা আরও নিয়মিত পেলে অনেক সমস্যার সমাধান হয়। একই সাথে মাচালং বাজার ও সাজেক এলাকায় ৫৪ বিজিবি ও ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেন, পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: