• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে কিশোরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ১৩ মে ২০২৫

আপডেট: ১৯:০৭, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে কিশোরের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে মেহেদী হাসান হৃদয় নামের এক কিশোর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার দিকে বুধহাটা বাজারের গাজী ট্রেডার্স এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মেহেদী হাসান হৃদয় (১৮) আশাশুনি উপজেলার বেউলা গ্রামের প্রতিবন্ধী জামাল উদ্দিনের একমাত্র সন্তান। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে একটি মোবাইলের যন্ত্রাংশ বিক্রয়ের দোকানে কাজ করতো এবং বিভিন্ন বাজারে মোবাইল যন্ত্রাংশ সরবরাহ করতো। সকালে মোটরসাইকেলে সে সাতক্ষীরা শহরে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। হৃদয়ের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: