বহুতল ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
নোয়াখালী বেগমগঞ্জের দুর্গাপুরে বহুতল ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সয়েল টেস্ট করার সময় একটি লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টের তারের সাথে সংযুক্ত হলে রিয়াজ, সাকিল ও কামরুল বিদ্যুতায়িত হন। তদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে ও পরে বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
মৃত দুই জনের বাড়ি নোয়াখালী ও একজনের বাড়ি কুমিল্লায়।
বিভি/টিটি
মন্তব্য করুন: